বিজয় বার্তা ২৪ ডট কম
উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপুর আয়োজনে আষাঢ়ের খিচুড়ি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জ আইনজীবী ভবনের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপুর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ, সিনিয়র আইনজীবী এড. হারুন অর রশিদ, এড. আসাদুজ্জামান, এড. নুরুল হুদা, এড. মোঃ শরীফ হোসেন, জেলা বঙ্গবন্ধু মহিলা আইনজীবী পরিষদের সদস্য সচিব এড. নাসিমা হাসনাত, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিন, এড. মোঃ আলী, এড. খলিলুর রহমান, এড. আবুল বাশার রুবেল, এড. হাসিবুল হাসান রনি সহ অনেকেই।
এ সময় আইনজীবীদের সুস্বাস্থ্য কামনা ও সকল মরহুম আইনজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আইনজীবী সমিতি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শহিদ আল মামুন।