বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ায় একই পরিবারের ৫জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের ভাড়াটে গুন্ডারা। সোমবার দুপুরে থানার তিনগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে নিলুফা (৩০)বোন শেফালী(২৭)ও ভগ্নিপতি জাকির(৪২)কে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতরে পারিবারিক সূত্র জানায়,তিনগাঁও এলাকার তারা মিয়ার ছেলে মকবুল হোসেনের কাছ থেকে তারই মামা আমজাদ হোসেন বিগত ২০১৬ সালের ১৪ নভেম্বর ব্যবসায়ীক কাজের জন্য ৩লাখ টাকা ১ সপ্তাহের জন্য ধার নেয়। এর ১মাস পার হওয়ার পরও টাকা না দেওয়ায় ভুক্তভোগী মকবুল বাধ্য হয়ে ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ আদালতে একটি চেক ডিজ অনার মামলা করেন। সোমবার বেলা ১২টায় আমজাদ মামলা তুলে নেয়ার জন্য মকবুল ও তার চাচী নিলুফাকে হত্যার হুমকি দিলে তারা প্রতিবাদ করলে আমজাদ তার ভাড়াটে গুন্ডাদের দিয়ে নিলুফা,নিলুফার বোন শেফালী,ভগ্নিপতি জাকির ও ভাতিজা মকবুলকে লোহার রড ও কাঠের ডাসা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আশ পাশের লোকজন তাদেরকে আহতাবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।