নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের নন্দিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেছেন,এলাকার উন্নয়নের স্বার্থে সবার আগে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। আমি চাই শুধু শিক্ষার উন্নয়ন বন্দরের ৫টি ইউনিয়নে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি কেবল উন্নয়নের লক্ষ্য নিয়েই। উন্নয়ন ছাড়া আমার কাছে আর কোন কাজ নেই।
শনিবার বন্দরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কদমরসুল বিশ্ব বিদ্যালয় কলেজের ২৫বছর পূর্তি রজত জয়ন্তী ও নবীনবরণ উৎসব উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সেলিম ওসমান আরো বলেন,একটা বিষয় না বলে পারছিনা রাস্তা-ঘাটগুলোর যে অবস্থা হয়েছে তাতে মানুষের দুভোর্গের শেষ নেই। এই রাস্তা দিয়েতো আমার বাচ্চারা যাতায়াত করে। মেয়রের কাছে আমার অনুরোধ,অন্ততঃ বাচ্চাদের দিকে তাঁকিয়ে রাস্তার কাজগুলো করুন। ইলেকশনের জন্য রেখে দিয়েননা। রাস্তুাগুলো অনেক উন্নত হয়েছে। যেহেতু উন্নয়নের কাজ শুরু করেছেন আপনি,শেষ না করলে উন্নয়নের কোন স্বার্থকতা থাকেনা। আমি রাজনীতি করা ভুলে গেছি বঙ্গবন্ধু জীবিত থাকতে। তিনি আমাকে ডেকে নিয়ে রাজনীতি বন্ধ করে দিয়েছেন। আমার বন্ধু শেখ জামালকে ডেকে নিয়ে আর্মি হতে বলেছিলেন আমাকে বলেছিলেন ব্যবসায়ী হতে। আমি বঙ্গবন্ধুর কথা রাখতে পেরেছি। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় আজকে বিকেএমইএ গড়ে তুলে ৫লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছি। লোকাল পত্রিকাগুলোর মান অনেক উন্নত হয়েছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে বিজ্ঞাপনের কথা বলতে গেলে তারা বলে উঠেন একজনকে বিজ্ঞাপন দিলে অন্য ১০টি পত্রিকার মালিক ফোন করে। কি আর করা ঝামেলা পড়তে হয়। কিন্তু তারপরও পত্রিকাগুলোকে চালিয়ে রাখতে হবে।এই বিশ্ব বিদ্যালয়কে ডিজিটাল করতে কোটি টাকা অনুদান দেয়া হবে। শুধু তাই নয়,কদমরসুল বিশ্ব বিদ্যালয়কে আমি সরকারিকরণের জন্য যদি প্রধাণমন্ত্রী’র পায়েও ধরবো তবু এটাকে সরকারিকরণ করবোই। ব্যবসায়ী এ নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন,সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমাদের চেয়ারম্যানরা খুব ভাল আছেন। নতুন চেয়ারম্যানরা এলে মনের অনেক অমিল হতে পারে। আমরা এমপিরাতো আর চেয়ারম্যানদের পক্ষে কিছু বলতে পারিনা। সরকার আমাদের মুখে স্কচটেপ লাগিয়ে দিয়েছে। সুতরাং কিছুই বলার নেই। আমার ৩ উপদেষ্টাকে বলবো আপনারা সঠিকভাবে চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন। যাদের দিয়ে উন্নয়ন হবে তাদেরকেই টানবেন। সাবধান কেউ যেন আবার লোভে না পড়ে যায়। কোন লোভী প্রার্থীর দরকার নেই। উন্নয়নের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগের চেয়ারম্যানরা পুরণো যেসব ভুল করেছেন এখনো সময় আছে সেগুলো শুধরে ফেলুন। নইলে খেসারত আপনাদেরকেই দিতে হবে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা বাবলী,নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম ও সাংসদ সেলিম ওসমানের সহধর্মিণী বেগম নাসরিন ওসমান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। কদমরসুল বিশ্ব বিদ্যালয় কলেজ’র গভর্ণিং বডি’র সভাপতি প্রফেসর ড,শিরিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল জাহের,বন্দর উপজেলা নির্বাহী অফিসার মিনারা নাজমীন,বন্দর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ক ম নূরুল আমিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদ,নারায়ণগঞ্জ পল্লাী বিদ্যুত সমিতি বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন,অধ্যক্ষ মাহতাবউদ্দিন,বিকেএমইএ’র পরিচালক জিএম ফারুক,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সাফায়েত আলম সানি,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন,সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ,মহিলা কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি,রেজওয়ানা হক সুমি,ইফাত জাহান মায়া,বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তার,কলেজ গভর্ণিং বডি’র সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ ও মোঃ সিরাজুল ইসলাম,আলহাজ্ব জাহাঙ্গীর আলম মৃধা,মোঃ সোহেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সানাউল্লাহ সানু,বন্দর থানা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ নূর হোসেন,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোনা মিয়া,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু,শ্রমিকলীগ নেতা মোঃ শহীদুল্লাহ প্রধাণ,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল,যুবলীগ নেতা সাইদুজ্জামান শাকিল,মনিরুল ইসলাম মনু,রানা প্রধাণ,ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশণ করেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু।