বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ঘন্টায় মাদকের অভিযানে ৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ২শ‘পুরিয়া হেরোইন ১শ‘২৫পিস ঈয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস আই মাহুব হোসেন জানান, ফতুল্লা মডেল থানার ্এসআই মো.সবুর খান গত ৪জুলাই রাতে গোপন সংবাদের ভিক্তিতে ৩৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মুসলিমনগর এলাকা হতে আমান নামের এক মাদক ব্যবস্যায়ীকে গ্রেপ্তার করেছে। আমান(২৮) ঐ এলাকার মো. মঞ্জুর আলীর ছেলে। এএস আই কামরুল হাসান ও তার টীম মাসদাইর গুরাঘাট এলাকা হতে গত ৫ জুলাই রাতে ২শ‘ পুরিয়া হেরোইনসহ ৪ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকারীরা হলো ঃ ঐ এলকার মৃত আলী আহম্মেদের ছেলে লিমন(২৮), ছামেদ আলীর ছেলে মো. মো. ফরহাদ(৩৫),মৃত খলিল খানের ছেলে মো. দেলোয়ার হোসেন(৪০), আফজাল হোসেন(৩৫)। এস আই রফিকুলইসলাম কাশীপুর এলাকা হতে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্সীগঞ্জ জেলা ও থানার মাকহাটি গ্রামের নান্নœু শরীফের ছেলে ইয়াদুল হক (২৫) কে গ্রেপ্তার করেছে। এ এস আই আ. হালিম পশ্চিম দেওভোগ এলাকা হতে গত ৫ জুলাই রাতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকার মো. আলীর ছেলে স্বপন (৩৫) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করেছে।