বিজয় বার্তা ২৪ ড টকম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে পৃথক এলাকার দুই বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার দিঘলদী ও মানেহর গ্রামে এই ডাকাতির ঘটনা গুলো ঘটে।
জানা যায়, ওই রাতে অনুমান ২টার দিকে উপজেলার দিঘলদী গ্রামের মৃত নাইমউদ্দীনের ছেলে মিছির আলীর পাকা ভবনের কেচি গেইটের তালা কেটে ১৫-১৬ জনের মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল ভিতরে প্রবেশ করে। তারা পরিবারের সকলকে হাত পা বেধে এবং অস্ত্রের মাধ্যমে প্রাণ নাশের ভেয় দেখিয়ে নগদ ৫৫ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
অপর দিকে একই রাতে অনুমান সাড়ে ১২ টার দিকে উপজেলার মানেহর গ্রামের ব্যবসায়ী সাহেদের পাকা ভবনের পিছনের দরজা ভেঙ্গে ডাকাত দল ভিতরে প্রবেশ করে। তারা একই কায়দায় ওই বাড়ী থেকে নগদ দেড় লক্ষ টাকা , ১০ ভরি স্বর্ণের অলংকার ও ২ টি মোবাইল সেট সহ অন্যান্য মালামাল লুটে নেয়।
আড়াইহাজার থানা ওসি সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে এস আই কফিল উদ্দিনকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Share this: