স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৫
বাংলাদেশে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিনে কার্যত অচল হয়ে পড়েছে দেশটির নদী বন্দরগুলো। নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি চৌধুরী আশিকুল আলম বিবিসিকে বলেন, বুধবার মধ্য রাত থেকে ১৫ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছেন তারা।
তিনি জানান, যত ধরনের নৌযান আছে অর্থাৎ যাত্রীবাহী, মালবাহী,বালুবাহী ও তেলবাহীসহ সব ধরনের নৌযান চলাচলই বন্ধ রয়েছে। ঢাকায় সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ সরিয়ে নেয়া হয়েছে।
ধর্মঘটের কারণে সদরঘাট থেকে স্বল্প দূরত্বের গন্তব্যে প্রতিদিন যে বিপুল পরিমাণ ছোট লঞ্চ চলাচল করে সেগুলোও বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ।
সন্ধ্যা নাগাদ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উদ্দেশ্যে যাত্রীবাহী বড় লঞ্চগুলো চলাচল শুরু না করলে দুর্ভোগে পড়তে পারে যাত্রীরা। প্রতিদিন কয়েক লাখ যাত্রী নৌপথে সদরঘাট থেকে লঞ্চে যাতায়াত করে থাকেন।
নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১ হাজার টাকা এবং সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা বৃদ্ধি, নৌপথে অবৈধ চাঁদাবাজি, অবৈধ ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে সারা দেশে এই নৌ-ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন চৌধুরী আশিকুল আলম।