বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের ২ নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরজু রহমান ভূঁইয়া, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী নেতা শামসুজ্জামান ভাষানি, জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ শরীফ হোসেন, মোঃ লিটন, আব্দুল কাদির, হাজী আলমগীর, মোকলেছুর রহমান, মোঃ মতিন মিয়া, এম এ রাসেল সহ অনেকেই ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, ঈদের পর জেলা আওয়ামী লীগকে সংগঠিত করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা পক্ষের শক্তি আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।