বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, এবার ঈদে ধনী গরীব কেউই যাতে ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়। তাই আসুন সবাই মিলে অসহায় মানুষের পাশে দাড়াই। যাতে ঈদের খুশি সবাই ভাগাভাগি করে নিতে পারি।
বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা সরকারি প্রাইমারী বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থদের মাঝে ঈঁদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গরিব দুস্থদের প্রতি শামীম ওসমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, মহান আল্লাহ রব্বুল আল-আমিনের কাছে আমার চাওয়া, সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের খুশি করে যেন মরতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ শাহ্ নিজাম, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার লূৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।