বিজয় বার্তা ২৪ ডট কম
হাফিজুর রহমান বাবু নামে এক চাউল ব্যবসায়ীকে চোঁখ বেধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)’র ৩ দারোগার বিরুদ্ধে। নারায়ণগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার হাজী মোঃ সামছুল হকের ছেলে লিখিত অভিযোগে উল্লেখ করে যে, গত ১৯ জুন সোমবার ৩ টার সময় আমাকে বিনা কারনে নিজ বাড়ি থেকে অপহরন করে তাদের ব্যবহৃত কালো গ্লাসে মাইক্রোবাসে তুলে ২নং ঢাকেশরী বাসষ্ট্যান্ড হইতে চিটাগাং রোডের দিকে মোখ করা স্থানে নিয়ে ৫ লক্ষ টাকা চাঁদার দাবী করে। সামনে ঈদ করবে ও সি সহ উপরে টাকা লাগবে তাই নাদিলে ক্রসফায়ারে দেয়ার হুমকি ও ভয়ভীতি দেখায় আমি টাকা দিতে অস্বীকার করলে এস আই আছাদুজ্জামানের নির্দেশে এস আই টুটুল ও এ এস আই বকুল কাঠের লাঠি দিয়ে আমার মাথায় এবং ডান হাতে পিটায় আর বলতে থাকে চোঁখ বেধে ক্রসফায়ারে দিবে বলে মাইক্রোবাস চালাতে থাকে তখন আমি বাচার জন্য আমার মোবাইল নং- ০১৮১৯৪৪৮১৩৭ থেকে পিতার ফোন নাম্বার ০১৮৬৩২৭৯৬৪৮ থেকে এবং ছোট ভাই মোস্তাফিজুর রহমানের ০১৮৩২৭৯১৪৯৪ এই নাম্বারে ফোন দিলে আমাকে দিয়ে রিসিভ করায় অতঃপর আমার মোবাইল নিয়ে সে পিতার সাথে এবং ছোট ভাইয়ের সাথে কথা বলতে থাকে এবং আসতে বলে। তার পরে খানপুর হাসপাতালের সামনে ফাকা জায়গায় মাইক্রেবাসের ভিতরে আমাকে রাখে এবং সেখানে আমার ছোট আসে। আমার ভাই গরীব ব্যবসায়ী পরিচয় দিলে প্রথমে ২ লক্ষ টাকা দিলে আমাকে ছেড়ে দিবে এবং রাত সাড়ে ৮ টার সময় ভাই ৫০ হাজার টাকার একটি বান্ডিল এস আই আছাদুজ্জামানের ঞঅথে দিলে আমাকে মুক্তি দেয়। এবং হুমকি দেয় আরো ৫০ হাজার টাকা নাদিলে পুনরায় ধরে এনে ২শ’ পিছ ফেন্সিডিল দিয়ে চালান করবে। আমাকে মুক্তি দেওয়ার পরে এ এস আই বকুল একটি মোবাইল নং ০১৯৬১৬৮২২০৩ থেকে রাত ১১ টার সময় ফোন দিয়ে বাকী ৫০ হাজার টাকা ২০ জুন বুধবার এর মধ্যে পরিশোধ করতে বলে আমাকে মুক্তি দেয়ার সময় আমার মানিব্যাগে থাকা ১২ টি ১ হাজার টাকার নোট ও খুচরা ১২০ টাকা রাখিয়া দেয়। আমি চাঁদাবাজ ডিবি’র দাবীকৃত বাকী ৫০ হাজার টাকা দিতে না পাড়ায় ২০ জুন বুধবার বেলা ১১ টা একুশ মিনিটে এস আই বকুল আবার ও চাঁদা দাবী করে এবং নাদিলে মিথ্যো মামলা ঢুকিয়ে দিবে বলে প্রতিনিহত হুমকি প্রধাণ করে থাকে। আমি এখন তাদের হাত থেকে বাচার জন্য আতংকে বসবাস করছি। অপর দিকে জীবনের নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ করেন চাইল ব্যবসায়ী বাবু।