বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা পরিষদের র্নিবাহী কর্মকর্তা মৌসুমি হাবিবের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ মাহামুদা আক্তার, বন্দর থানা অফিসার ইনর্চাজ আবুল কালাম, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ, মদনপুর ইউনিয়ন পলিসদের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম, জাপা নেতা মোঃ বাচ্চু মিয়া। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর কৃষি অফিসার মোস্তফা এমরান হোসেন, বন্দর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহাম্মদ আব্দুল কাদের, বন্দর প্রানি সম্পদ অফিসার ডাঃ মুহাঃ ফারুক আহাম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি আরা বেগম, সমাজ সেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, বন্দর পল্লী বিদুৎ অফিসের ডিজিএম আশরাফুল আলম খান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দ্বীন মোহাম্মদ মিঞা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ মমতাজ প্রমুখ। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা আসন্ন ঈদ পালন উপলক্ষে বন্দরে গুরুত্বপূর্ন স্থানে পুলিশের পাশাপাশি আনসারদের নজরদারি বাড়ানো নির্দেশ দেন।