বিজয় বার্তা২৪ ডটকমঃ
২০০৮ সালের আগের সংসদীয় আসনের সীমানায় ফিরে যেতে চায় বিএনপি। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার ১৩৩টি আসনের সীমানা নতুন করে নির্ধারণ করায় নানা জটিলতা দেখা দিচ্ছে বলে মনে করে দলটি। আলোচনার ভিত্তিতে কিছু আসনের সীমানা পুনর্বিন্যাসের কথা বলছে নির্বাচন কমিশনও। একাদশ সংসদ নির্বাচন নিয়ে সরব হয়েছে বিএনপি। নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে কমিশনে দফায় দফায় প্রস্তাব আর দাবিও জানাচ্ছে দলটি।
এবার ২০০৮ সালের পূর্বের সংসদীয় আসনের সীমানায় ফেরত যাওয়ার দাবি জানিয়েছে বিএনপি। রোববার চার সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত দাবি পেশ করে। ঘন্টাব্যাপী বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিয়েও।
কিছু আসনে পরিবর্তনের বিষয়ে একমত হয়েছে কমিশনও। তবে সবার সাথে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সিইসিও। গুরুত্বপূর্ণ সব বিষয়েই সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার কথা বলছে কমিশন। গ্রহণযোগ্য নির্বাচনই মূল উদ্দেশ্য বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।