বিজয় বার্তা২৪ ডটকমঃ
পর্তুগালের মধ্যাঞ্চলে দাবানলে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অর্ধশত। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে দেশটির সরকার। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের দেড় হাজারের বেশি কর্মী।
আগুন থেকে বাঁচতে গাড়ি নিয়ে পালানোর সময়ে অনেকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত গাড়ির ভেতর থেকে ৩০টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে পর্তুগাল সরকার। তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে শনিবার বিকেলে দাবানল ছড়িয়ে পড়ে।
এরইমধ্যে পেদ্রোগাও গ্রান্দে এলাকার প্রায় ৬০টি অংশে জ্বলছে আগুন। ওই এলাকার বেশ কিছু ঘর বাড়িও পুড়ে গেছে। পর্তুগালের ইতিহাসে এত বড় দাবানলের ঘটনা আর ঘটেনি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা।