বিজয় বার্তা২৪ ডটকমঃ
কনফেডারেশন কাপের গ্রুপ বি-তে আজ জার্মানির মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর ১২ বছর পর কনফেডারেশন কাপে সুযোগ পাওয়া অস্ট্রেলিয়ার লক্ষ্য গ্রুপ অফ ডেথ থেকে সেমিতে পৌঁছানো। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
টুর্নামেন্টে বিশ্বচ্যাম্পিয়নরা অংশ নিচ্ছে ওজিল, মুলার, নয়ার, বোয়েটাংদের মতো পরীক্ষিতদের বিশ্রামে রেখেই। তবে তরুণ জার্মানির সক্ষমতাও যে কম না, তা বোঝাতে পরিসংখ্যানই যথেষ্ট। শেষ ১০ ম্যাচে আট জয়ের সঙ্গে দুই ড্র। ৩১ বার প্রতিপক্ষের জালে বল জড়ানোর বিপরীতে হজম করেছে মোটে দুটি গোল।
জোয়াকিম লোর বড় ট্রাম্প কার্ড লিপজিগের তরুণ ফরোয়ার্ড টিমো ভেরনের। গত মৌসুমে লিপজিগের হয়ে ৩২ ম্যাচে ২১ গোল করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। বক্সের ভিতরে বাইরে সমান কার্যকর।
এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চতুর্থবারের মতো অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। বুন্দেসলিগায় খেলা ৪ জন রয়েছেন সকারু স্কোয়াডে। দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়া শেষ পনেরো ম্যাচের ৮টিই জিতেছে, ড্র চারটিতে।
জার্মানির জন্য হুমকি হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ান নাম্বার সেভেন ম্যাথু লেকি। বুন্দেসলিগায় খেলার পাশপাশি জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৪১ ম্যাচ। মিডফিল্ডার হলেও সমান দক্ষ গোল করা এবং করানোয়।
আগের পাঁচ দেখায় জার্মানির জয় তিনটি, আর অস্ট্রেলিয়ার একটি, অন্যটি ড্র।