নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সহ ধর্মিনী নাসরিন ওসমানকে বন্দর মাতা বলে আখ্যা দিয়েছেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ।
বৃহস্পতিবার ২১ এপ্রিল বিকেল ৫টায় বন্দরের মুছাপুর ইউনিয়নের কাইকারটেক এলাকায় অবস্থিত শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এম এ রশিদ এ কথা বলেন।
এদিকে সংসদ সদস্য সেলিম ওসামনের সহ ধর্মিনী তার বক্তব্যে স্বামীর প্রশংসা করে বলেন, সেলিম ওসমান স্বপ্ন দেখেন তার বাবার নামে এই স্কুলটি বিশ্ব বিদ্যালয় হবে। সেলিম ওসমানের একার পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। জাহের ভাই, রশিদ ভাই, মুকুল ভাই ও ৫টি ইউনিয়নের চেয়ারম্যান সহ বন্দরের মানুষ প্রতিটি কাজে তাকে যেভাবে সাহায্য করছেন তা অকল্পনীয়। আমি শুধু মাত্র বন্দরেই দেখেছি যেখানে কোন দল দেখা হয়না। যেখানে এক মঞ্চে সকল দলের নেতারা থাকেন। এমন ঘটনা বাংলাদেশে বিরল। আমি আশা করবো আপনারা যেভাবে তাকে সহযোগীতা করছেন ভবিষ্যতেও একই ভাবে বন্দরের উন্নয়নে তাকে সহযোগীতা করবেন। ওসমান পরিবারও অতীতে যেভাবে আপনাদের পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আমি কথা দিচ্ছি। উনি মৃত্যুর পর বন্দরে থাকতে চেয়েছে। উনি আমাদের থেকে এখন বেশি বন্দরের মানুষকে ভালোবাসে। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।
শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মহিদউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আফজাল হাসেন, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম সহ মুছাপুর ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের সদস্য সহ এলাকার প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।