বিজয় বার্তা ২৪ ডট কম
পবিত্র রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জের উত্তর চাষাড়া মসজিদ ও মাদ্রাসার এতিমদের এক মাসের যাবতীয় ইফতারের জন্য নগদ অনুদান প্রদান করেছেন ওসমান পরিবারের সুযোগ্য উত্তরাধিকারী একে এম অয়ন ওসমান।
গত প্রথম রোজায় উত্তর চাষাড়াস্থ আছহাবে ছুফফা এতিমখানায় এই অনুদান প্রদান করেন তিনি। এই ইফতারের জন্য যাবতীয় ভাল ধরনের খাবারের ব্যবস্থা করা হয়।
এসময় এলাকার মুরব্বীরা জানান, অয়ন ওসমান ওসমান পরিবারের একজন সুযোগ্য উত্তরাধিকারী। ওসমান পরিবার যেমন মানুষের দুঃখে কষ্টে নিজদের বিলিয়ে দেয় তেমনিভাবে অয়ন ওসমানও অসহায় মানুষদের সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে। তার এই মহৎ কাজের জন্য আমরা তার প্রতি কতৃজ্ঞতা জানাচ্ছি ও সেই সাথে তার সফল ভবিষ্যৎ কামনা করছি।
ইফতারের অনুদান পেয়ে এতিমরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই অনুদান মহৎ চিন্তা ধারার ব্যক্তিরাই করতে পারেন। আমাদের মত মা বাবা ছাড়া এতিমদের সহায়তা এগিয়ে আসার জন্য সাংসদ পুত্র অয়ন ওসমানের প্রতি আমরা চির কৃতজ্ঞ। আল্লাহ পাক যেন অয়ন ওসমান ও তার পরিবারের দীর্ঘায়ু দেন। তারা যেন এভাবেই সবসময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।
এসময় অয়ন ওসমান সহ তার পিতা সাংসদ শামীম ওসমান, তারা চাচা সাংসদ সেলিম, প্রয়াত সাংসদ নাসিম ওসমান ও ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।