বিজয় বার্তা ২৪ ডট কম
দূরারোগ ক্যান্সাক্রান্ত জানে আলমের সুস্থ্যতা কামনায় শুক্রবার বাদ আছর বন্দর থানাধীন নবীগঞ্জস্থ কদমরসুল দরগাহ শরীফে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের উদ্যোগে আয়োজিত দোয়ানুষ্ঠানে অংশ নেন মোঃ গিয়াসউদ্দিন চৌধূরী,মোঃ নান্নু মিয়া,মোঃ সাইফুদ্দিন,কদমরসুল দরগাহ শরীফের খাদেম মোঃ ঝন্টু মিয়া,কাউন্সিলর আফজাল হোসেনের পিএস মোঃ আমির হোসেন,মোঃ কালুন মোঃ আনোয়ার হোসেন,মোঃ আল আমিন প্রমুখ। পরিশেষে দোয়া পরিচালনা করেন কদমরসুল দরগাহ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শরীফুল্লাহ শাহিন। দোয়াপূর্বক আলোচনাকালে আফজাল হোসেন বলেন,নারায়ণগঞ্জের ইতিহাসে ওসমান পরিবারের ভূমিকা বিরল। বংশ পরমপরায় এই পরিবারের সদস্যরা গরীব-দুঃখী মানুষের পাশে দাড়িয়ে থাকে। সেই খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে একেএম শামসুজ্জোহা,বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমান এবং বর্তমানে সাংসদ সেলিম ওসমান ও একেএম শামীম ওসমানও সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। তাদের কর্মকান্ডের কারণে প্রতীয়মান হয়। ওসমান পরিবারের জন্ম দুঃখী মানুষের সেবার জন্য। সাংসদ সেলিম ওসমানের উদারতার বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশে এমন কোন ধনীর সন্ধান মিলেনি যে নিজের টাকার ৭টি ব্যায়বহুল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এমন দানবীর নেই যিনি সর্বদাই গরীব-দুঃখী মানুষের সেবার জন্য আমরন কাজ করে থাকেন। আমরা সাংসদ সেলিম ওসমানের জন্য প্রাণভরে দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘজীবি করেন।
প্রকাশ থাকে যে,ক্যান্সারক্রান্ত জানে আলম বন্দর উইলসন রোড এলাকার বাসিন্দা জানে আলম জানান, তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসা চালাতে গিয়ে পরিবার সর্বশান্ত হয়ে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ক্যামোথেরাপি দেওয়া হচ্ছে। প্রতিটি থেরাপিতে খরচ হচ্ছে ৭৭ হাজার টাকা। তার আরো ৪টি থেরাপী বাকি রয়েছে। এমনতাবস্থায় অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে তিনি কোন উপায় না দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেলিম ওসমান সাপোর্টাস ফোরামের ইনবক্সে নিজের জন্য চিকিৎসার সহযোগীতা চেয়ে সংসদ সদস্য সেলিম ওসমানের দৃষ্টি আকর্ষন করেন। সেলিম ওসমান তার আবেদনে সাড়া দিয়ে নিজে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেনের সাথে যোগাযোগ করতে বলেন। পরে সে কাউন্সিলর আফজাল হোসেনের সাথে যোগাযোগ করলে আজকে তার চিকিৎসার জন্য সংসদ সদস্য সেলিম ওসমান দেড় লাখ টাকার চেক প্রদান করেন।