নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল (৩০), নুর নবী (২৫) ও মোতালেব (২৫) নামে ৩ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। আটকরা হলো, শরিয়তপুর জেলার সখীপুর থানার আরশিনগর গ্রামের হাসেমের ছেলে রাসেল,ভোলা জেলার লালমোহন থানার নুরুল্লা বাজার এলাকার মনিরের ছেলে নুর নবী ও মিজমিজি সাহেবপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোতালেব।
সিদ্ধিরগঞ্জ থানার এসাাই আবুল কালাম আজাদ ৩ যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।