বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ৫নং সেক্টরের লেক থেকে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত লেকের পানি নিস্কাশনের ব্যবস্থা করার জন্য রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। মঙ্গলবার দুপুরে পূর্বাচল উপশহরে লেকের পানি নিস্কাশনের অগ্রগতি দেখতে এসে জেলা প্রশাসক রাব্বি মিয়া সাংবাদিকদের বলেন, বহুল আলোচিত পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের সেই লেক সেচে দেখা হবে আরো অস্ত্র গোলাবারুদ আছে কি না। এখন তড়িৎ পানি নিস্কাশন করা খুবই গুরুত্বপর্ণূ। তাই আরো বেশী সেচযন্ত্র বসিয়ে দ্রুত পানি নিস্কাশন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যত দ্রুত সম্ভব পানি নিস্কাশন করে লেক শুকিয়ে তল্লাশী চালানো হবে। লেকে আরো কোন অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ আছে কিনা তা তল্লাশী শেষে এই অভিযান সমাপ্ত করা হবে। তিনি বলেন, বর্তমানে বৃষ্টির মৌসুম চলছে। তাই বৃষ্টির পানিতে সেচ করা খাল আবার পূর্বের ন্যায় পানিতে ভরে যাচ্ছে। তাই বেশী সংখ্যাক সেচ যন্ত্র বাসিয়ে তা দ্রুত সেচে তল্লাশী করা হবে। এই লেক সেচে তল্লাশী চালিয়ে যদি পারিপাশিক অবস্থা দেখে মনে হয় অন্য লেকে অস্ত্র থাকতে পারে তবে ওই লেকগুলো সেচে তল্লাশী চালানো হবে।
পূর্বাচল লেক থেকে বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ উদ্ধারের পর মানুষ আতংকিত আইনশৃংখলা পরিস্থিতি অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, মানুষের আতংকিত হওয়ার কোন কারন নেই। বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ আইন শৃংখলা বাহিনীর তৎপরতার কারনেই উদ্ধার হয়েছে। নারায়ণগঞ্জের কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগেই একের পর এক জঙ্গি আইনের আওতায় আসছে। তাই নারায়ণগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি আগের যে কোন তুলনায় অনেক ভালো আছে।
এসময় উপস্থিত ছিলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আব্দুল হামিদ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ছারোয়ার হোসেন, রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারহানা ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাইদুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।