বিজয় বার্তা ২৪ ডট কম
আজ মঙ্গলবার ৬ জুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শুভ জন্মদিন। মেয়র আইভী ৫১ পেরিয়ে ৫২ তে পদার্পন করলেন।
নারায়ণগঞ্জের সাবেক পৌর চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকা ও মমতাজ বেগমের মেয়ে মেয়র আইভী ১৯৬৬ সালের ৬ জুন জন্ম গ্রহন করেন। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।
শিক্ষা জীবনে তিনি রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা গ্রহণের জন্য ওডেসা পিরাগোব মেডিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন এবং কৃতিত্বের সাথে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বিভিন্ন হাসপাতাল থেকে ইন্টার্নি শেষ করেন।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১৯৯৫ সালের ১৫ নভেম্বর রাজবাড়ী নিবাসী ও নিউজিল্যান্ডের কম্পিউটার প্রোগ্রামার কাজী আহসান হায়াৎ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংসারে জীবনে তিনি ১৯৯৮ সালে কাজী সাদমান হায়াত সীমান্ত ও ২০০২ সালে কাজী সারদিল হায়াত অনন্ত নামে দুই সন্তানের মা হন। তার স্বামীর সাথে নিউজল্যান্ডে বসবাস করা অবস্থায় অকল্যান্ডে মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সে অধ্যয়ন শুরু করেন।তারপর তিনি অধ্যয়ন শেষ না করে ২০০২ সালের ডিসেম্বরে দেশে ফিরে আসেন। তার বাবার দানশীলতা, মানবপ্রেম ও আদর্শ বুকে ধারন করে নারায়ণগঞ্জের বাসীর সেবা করতে দেশে ছুটে আসেন। তিনি তার বাবার সাথে কলেজ জীবনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করতেন। ১৯৯৩ সালে তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব লাভ করেন। এরপর ২০০৩ সালের পৌর চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে জয়ীযুক্ত হয়ে তাঁর সক্রিয় রাজনৈতিক জীবনের সূচনা শুরু হয়। ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে সাংসদ শামীম ওসমানকে বিপুল ভোটে পরাজিত করে আইভী মেয়র পদে নির্বাচিত হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জবাসীর সেবায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার উন্নয়নের ছোয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড এখন একটি আধুনিক নগরী হিসেবে পরিনত হয়েছে। সর্বোপরি তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে একজন সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।