বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার নির্বাচন আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।সোমবার ছিল মনোনয়ন পত্র ক্রয়ের শেষ দিন। শেষ দিনে সাইলো শাখার ১৭ টি পদের জন্য ৪২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেছেন। এময় সভাপতি পদে কবির হোসেন, জাহাঙ্গীর আলম রিপন ও সম্পাদক শাহ আলম হীরা ও কার্যকরী সভাপতি পদে মাসুদ রানা নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইলো রোডে অবস্থিত বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়নের সাইলো শাখা। এ শাখার বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০১৭-২০১৯ মেয়াদের জন্য ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা করবেন- আন্ত:জেলার কেন্দ্রীয় কমিটির হাজী সুলতান আহম্মেদ, লোকমান ফরাজি, মোবারক হোসেন ও হাবিল শিকদার। গতকাল সোমবার ছিল মনোনয়ন পত্র বিক্রির শেষ দিন। কেন্দ্রীয় কমিটির পক্ষে সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক আবুল বাসার, সহ সাংগঠনিক কালাম মুন্সী, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ জালাল ও সদস্য ফারুক এর উপস্থিতিতে মনোনয়ন পত্র বিক্রি করা হয়। সভাপতি, সম্পাদক ও কার্যকারী পদসহ ১৭টি পদে মোট ৪২ টি মনোনয়ন পত্র বিক্রি হয়। এসময় সভাপতি পদে হাজী মো: কবির হোসেনের পক্ষে তার ভাই আনিছুর রহমান সভাপতি পদে মনোনয়ন পত্র গ্রহণ করেন। এসময় তার সাথে ছিল মমিন মিয়া, ফিরোজ আহম্মেদ, নূরুল ইসলাম, ফনা মিয়া ও হান্নানসহ আরো অনেকে। অপর প্রার্থী জাহাঙ্গীর আলম রিপনের পক্ষে সভাপতি পদে মনোনয়ন পত্র গ্রহণ করেন নাজমুল ইসলাম। এসময় তার সাথে মিজানুর রহমান, সালাউদ্দিন, লিপুসহ আর অনেকে উপস্থিত ছিল। আগামীকাল বুধবার মনোনয়ন পত্র জমার শেষ দিন।