বিজয় বার্তা ২৪ ডট কম
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ফারুকুল ইসলাম ফালান মেম্বারমহ নিরীহ গ্রামবাসীর হয়রানিকারী পুলিশ সোর্স রাজুর গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলাগাছিয়া ইউনিয়নস্থ ৪নং ওয়ার্ডের ৪ এলাকার জন সাধারণ। শনিবার বিকেল ৫টায় স্থানীয় বাশঝাড়তলা ব্রীজ সংলগ্ন সড়কে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। সোর্স রাজু অত্যাচার থেকে রেহাই পেতে মানববন্ধনে অংশ নেন কল্যান্দী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাচ্চু,সালেহ আহমেদ নাসিরউদ্দিন,আনোয়ার বেপারী,আনোয়ার মুন্সি,ফরিদুল হক,গিয়াসউদ্দিন,সদরউদ্দিন,ইঞ্জিনিয়ার ওবায়দুল হক আরিফ,মোশারফ হোসেন মোঃ লাভলু,মোক্তার হোসেন,চান মিয়া, কাদির মিয়া,মোঃ ভুলু মিয়া,নূর মোহাম্মদ,জিওধরা এলাকার হাজী আল্লী আক্কাস,মোহাম্মদ হোসেন,মফিজুল ইসলাম,আবুবকর,মোঃ রিপন,মোঃ সামসুজ্জামান,মনির হোসেন,রহমতউল্লাহ,আব্দুল হাই,বাবলু,ওয়াজেদ আলী,সালেহ আহাম্মদসহ কল্যান্দী,নয়ানগর,আদমপুর ও জিওধরা এলাকার শত শত নারী পুরুষ ও আবাল বৃদ্ধ-বণিতা। মানববন্ধনে বক্তারা বলেন,সোর্স রাজু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রতিনিয়তই সে কল্যন্দী ও আশ পাশের লোকজনকে হয়রানি করে থাকে। সে নিরীহ মানুষের আতংক। কতিপয় পুলিশ সদস্যের মদদে সোর্স রাজু এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলছে। আমরা তার বিরুদ্ধে প্রশাসনের প্রতি তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নন্দিত জনপ্রতিনিধি ফালান মেম্বারকে লাঞ্চিত করার সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।