বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পনির হোসেন(৩৮)নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শনিবার দুপুরে থানার কুশিয়ারা উত্তরপাড়াস্থ ভূইয়া বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত পনিরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগের বাদীনী শাহনাজ বেগম জানায়,কুশিয়ারা এলাকার প্রবাসী জানে আলমের স্ত্রী’র সঙ্গে পাশর্^বর্তী বাড়ির আলম মাষ্টারের পরিবারের দীর্ঘ দিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার বেলা দেড়টায় শাহনাজের বাড়ির বিল্ডিংয়ের কাজ করার সময় শাহনাজের সঙ্গে আলম মাষ্টারের ছেলে হৃদয়ের বাক—বিতন্ডা হয়। বাক-বিতন্ডা থেকে হাতাহাতিতে রূপ নিলে এ সময় হৃদয়,রশিদ মিয়ার ছেলে মহিদ ও সাঈদ নির্মাণ শ্রমিক পনিরকে বাধা দেয়। পনির তাদের বাধা উপেক্ষা কাজ করলে এক পর্যায়ে ক্ষিপ্ত উল্লেখিতরা বাশ দিয়ে পনিরের মাথায় এলোপাথাড়ি আঘাত করে। পনির ডাক চিৎকার করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আশ পাশের লোকজন আহত পনিরকে ধরাধরি করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।