বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে যৌতুকের জন্য স্বামীর হাতে নির্যাতিত ও সন্তান হারা মা ফয়জুন নেছা মিথিলা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছে । এ সময় তিনি বলেন, আমি ২৩ মার্চ ২০১২ ইং তারিখে ভালোবেসে দশ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে হুসাইন মজুমদার পিতা মান্নান মজুমদার সাং- মেরাজনগর থানা কতমতলী জেলা ঢাকা বিয়ে করি। প্রথম অবস্থায় আমার মা বাবা মেনে নেয়নি পরে ছয় মাসের মাথায় দুই পরিবারের সম্মতিক্রমে আমাকে শ্বশুর বাড়িতে তুলে নেয় । ২০১৪ সালে আমার স্বামী মশার কয়েল ব্যবসা শুরু করে । তখন আমার স্বামী আমাকে ব্যবসা করার জন্য দশ লক্ষ টাকা চায় । আমি বাবা মাকে রাজি করে তিন লক্ষ টাকা আমার স্বামী কে দেই । আবারও টাকা চাইলে আমি আমার খালা খালু থেকে ধার হিসেবে আরও সাড়ে চার লক্ষ টাকা এনে দেই । ১৮/০৯/২০১৪ সালে আমার প্রথম সন্তানের মা হই । মেয়ের নাম রাখি হুমায়রা আলভী । এর কিছু দিন পর সে বায়না ধরে আমি একটি প্রাইভেট কার কিনবো আমাকে দশ লক্ষ টাকা এনে দাও । পরে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে এক পর্যায়ে নির্যাতন আরম্ভ করে । পরে আমার সন্তান কে রেখে আমাকে বের করে দেয় । পরে আমি মাতুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে তিনি আমাকে পাঠায় । পরে আমি আমার সন্তানের জন্য থানায় জিডি এন্ট্রি করি জিডি নং ৪৩৩ । পরে আমি নারায়ণগঞ্জ কোর্টে মামলা দায়ের করি যার নং ৩৪২ / ২০১৬ ইং । কোর্ট সিআইডি কে বাচ্চা উদ্ধার নির্দেশ দেয় । সিআইডি আমার বাচ্চা উদ্ধার করতে পারেনি । পরে আমি র্যাব ১০ কাছে একটি দরখাস্ত করি । মানবাধিকার কমিশন ঢাকা ও ডিসি , এসপির কাছে দরখাস্ত করেছি । কিন্তু আমার স্বামী উল্টো আমার বাবা ও চাচা এবং আমার নামে নারী পাচারকারী মামলা দিয়ে হয়রানি করছে । আমি ১১/১২/১৬ ইং যৌতুক মামলা করেছি যার নং ৯৮৫/১৬ । এতে করে আমি ন্যায়বিচার পাইনি । মামলার চারটি তারিখ পর্যায়ক্রমে অতিবাহিত হওয়ার পরও কোন মিমাংসা হয় নাই । তারা টাকা দিয়ে প্রশাসন কে ম্যানেজ করে নিয়েছে । আমি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রোর উপরের পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমি আমার সন্তান কে আমার কোলে ফিরে পাই ।