বিজয় বার্তা ২৪ ডট কম
দলমত নির্বিশেষে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আন্দোলন করতে বললেন নাগরিক কমিটির বক্তরা। তারা বলেন সরকার ষোল কোটি মানুষ কে জিম্মি করে যে বাজেট ঘোষণা করেছে তা উন্নয়নের বাজেট হতে পারে না।
শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গ্যাস মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক
কমিটির আয়োজিত মানবন্ধনে বক্তার এসব কথা বলেন।
তারা আরো বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করতে তারা জনগণের থেকে জোর করে গ্যাসের নামে চাঁদাবাজি করছে । সরকার বড় লোকদের সুবিধার্থে এই বাজেট ঘোষণা করেছে। গ্যাস কর্মকর্তারা অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিতে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে । যদি সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন ।
এ সময় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিকী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদস্য এড. আওলাদ হোসেন, আব্দুল হাই, জাহেনারা বেগম, মোঃ মোজাম্মেল হক, বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, জেলা গন সংহতির আহ্বায়ক তরিকুল ইসলাম সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার সহ অনেকেই ।