বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে ৫৫ পিছ ইয়াবা ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত রফিক মিয়ার ছেলে ফারুক(৪২) কে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। অপর দিকে রাতেই বন্দরের একরামপুর সি এস ডি গেট এলাকা থেকে আ: গাজী কুদ্দুস মিয়ার ছেলে রাজুু(১৯) ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে রাকিব(২২)কে ২৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। শুক্রবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।