বিজয় বার্তা ২৪ ডট কম
আজ (শনিবার)দক্ষিন কেরানীগঞ্জ ব্রাক্ষ্মনগাঁও শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ¥চারী আশ্রম ও মন্দিরের উদ্যোগে ১২৭ তম তিরোধান দিবস উপলক্ষ্যে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের অয়োজন করা হয়েছ্ ে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি হরিদাস ঘোষের সভাপতিত্বে আজ দুপুর দুইটায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক দিলীপ কুমার মন্ডল ,সাধারন সম্পাদক রনজিত মন্ডল, মনন সাহিত্য সংগঠনের সভাপতি কবি .সাংবাদিক গীতিকার, সুরকার এস, এ শামীম, ফতুল্লা রির্পোটার্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান।সকাল ১০টায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ করবেন, ফতুল্লা রির্পোটার্স ক্লাবের সভাপতি কবি, সাংবাদিক রনজিৎ মোদক ।
দুপুর ১টায় বাবার রাজভোগ নিবেদন করা হবে বলে মন্দির কমিটির পক্ষ হতে জানা যায়।এছাড়াও পাগলা লক্ষ¥ন সাধুর আশ্রম,বৈরাগীবাড়ি, নয়ামাটির লোকনাথ মন্দির, মাসদাইর শশ্মান লোকনাথ মন্দির, গলাচিপা কুড়িপাড়া লোকনাথ মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।