বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বন্দরে চাঞ্চল্যকর হাফেজ আনিছকে নৃশংস ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫ টায় সাবদি বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবদীসহ ১৬ টি এলাকার সাধারন মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের বড় ভাই বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা মোঃ মহিউদ্দিন শিশির বলেন, হাফেজ আনিছকে দিনে-দুপুরে সাবদি বাজারে মন্দিরের ভিতরে নির্মমভাবে এলাকার সন্ত্রাসীরা হত্যা করেছে এবং বাসায় গিয়ে গোসল করে এলাকা থেকে পালিয়ে যায় এ সময়টা পর্যন্ত আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো। মানুষ জানে সাবদি বাজার একটি শান্তি প্রিয় এলাকা। যারা এলাকাটাকে অশান্ত করে তুলছে জানি না কত দিন পর্যন্ত থাকবে আল্লাহ ভাল জানে। মহিউদ্দিন শিশির বলেন,আজকে যদি আমার ভাইয়ের বিচার না হয় তাহলে ভবিষ্যতে অন্য কারো সাথে এমনটা হবে না তার কোন নিশ্চয়তা নেই। মানুষ ভাল কিন্তু খারাপ হতে সময় লাগে না। কলাবাগ এলাকার শাহ আলম, পারভেজ, সজলের মত নিরিহ লোককে আনিছ লালন পালণ করতেন আপনারা জানেন। আজকে সাবদি বাজারে সজল ডেকারেটর এর দোকান দিয়ে ব্যবসা করছে আনিছের টাকায় এবং পারভেজ বাড়িতে টিনসেড বিল্ডিং তুলছে,আনিছের টাকায় গ্যাস লাইন ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করেছে সেখান থেকে টাকা দিয়েছে। এখন তারাই কোন লোভ লালসায় পড়ে খুন করেছে তারাই ভাল জানে। মহিউদ্দিন শিশির আরো বলেন,জাতীয় পার্টির নেতা শাহ আলমের সাথে কিছু দিন পূর্বে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট নিয়ে সংঘর্ষ হয়। প্রায় ২ বছর আগেও শাহ আলমের সাথে দন্ধ হয়। তবে আমার ভাইয়ের বিচার যদি আইনের মাধ্যমে না হয় তাহলে খারাপ হতে কতক্ষন। এখানে কিন্তু কোন আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি’র দলের লোক আসেনি এখানে সবাই দলবল নির্বিশেষে সকলে একত্রিত হয়েছি। এক সময় মদনপুর,লাঙ্গলবন্দ এলাকায় খুন খারাবি হতো আপনারা সহযোগীতা করবেন যাতে সাবদি এলাকায় কোন খুন খারাবি না হয়। আনিছের খুনের পিছনে যদি কোন ইন্ধন থাকে তাহলে আইনের মাধ্যমে এনে বিচার হয় আমরা এটাই চাই। এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউপি পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামান প্রধাণ, আইছতলা জামে মসজিদের পঞ্চায়েত কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টার,কলাবাগ পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক আলেক,সাবদি বাজার জামে মসজিদের সভাপতি মিন্টু, সাধারন সম্পাদক মোহাসিন মিয়া, দিঘলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আসাদুল্লাহ মাস্টার, দিঘলদি সাবদি জামে মসজিদের পঞ্চায়েত কমিটির সভাপতি নিজাম উদ্দিন, নিহতের বাবা হাজী আমানউদ্দি, সমাজ সেবক হাজী আব্দুল খালেক,হাজী আব্দুল বারেক, জসিম উদ্দিন, সামছুউদ্দিনসহ এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।