বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরের খাল থেকে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করা শুরু হয়েছে।
এ ছাড়া ওই খালে আরো গোলাবারুদ ও অস্ত্র আছে কি না তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
দুপুরে বোমা নিষ্ক্রিয় ইউনিট উদ্ধার করা গ্রেনেড ও বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। এর আগে সকালে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরে একটি খালে অভিযান চালিয়ে পুলিশ দুটি রকেট লঞ্চার, ৬৩টি এম সিক্সটিন রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে। অভিযানের খবরের ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি শহিদুল হক।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, দুপুর পর্যন্ত আর কোনো অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধারের ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। উদ্ধার অভিযান শেষ হলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানানো হবে।
তিনি বলেন, ‘পূর্বাচল ৫ নম্বর সেক্টরের একটি বাড়ির পাশের খালে বেশ কিছু অস্ত্র লুকানো আছে বলে আমরা খবর পাই। বৃহস্পতিবার গভীর রাতে ফায়ার সার্ভিসসহ গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে গিয়ে পানি সেচা শুরু করে। পরে পানির নিচ থেকে দুটি রকেট লঞ্চার, ৬৩টি এম সিক্সটিন রাইফেল, বেশ কিছু গ্রেনেড ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছি। অভিযান এখনো চলছে।’
তিনি আরো জানান, গত ২৯ মে শরীফ নামে এক যুবককে পূর্বাচল উপশহর প্রকল্পের দাউদপুর ইউনিয়নের গুতিয়াব এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলএমজি উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী আরো দুজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই খাল থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ অস্ত্র কাদের এবং কবে আনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। অভিযান শেষ হলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।