বিজয় বার্তা ২৪ ডট কম
একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকসেবী সন্তানই যথেষ্ট। সুতরাং মাদককে চিরতরে উৎপাটন করতে হবে। মাদককে না বলতে হবে। মাদক বর্তমানে মহামারী আকার ধারন করেছে। মাদক থেকে পরিত্রান পেতে হলে পুলিশের সাথে জনগনকেও এগিয়ে আসতে হবে। বন্দর থানার ওসি আবুল কালাম আরো বলেন,বর্তমানে যে সকল ক্রাইম হচ্ছে তার সাথে মাদকের সম্পৃক্ততা আছে যার ফলে ক্রাইমকে দমন করতে হলে প্রথমে মাদককে দমন করতে হবে। আমি আমার ফোর্সদের সবসময় বলি মাদকের সাথে কোন আপস নেই কে বা কারা মাদকের সাথে আছে আমার দেখার বিষয় না মাদক পেলে তাকে আইনের আওতায় আনা আমাদের দায়িত্ব যার দরুন বিগত বছরের ন্যায় এ মাসে থানায় সর্বোচ্চ মাদক মামলা ও মাদক উদ্ধার হয়েছে। থানায় সর্বমোট মামলা হয়েছে ৯১টি যার মধ্যে মাদক মামলা হয়েছে ৬০টি হত্যা মামলা হয়েছে ১টি চুরি মামলা হয়েছে ১টি নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে ৮টি ও অন্যান্য মামলা হয়েছে ২১টি মাদক মামলায় ৬৪ জনের কাছ থেকে মাদক ১৮৮১ পিছ ইয়াবা ৭১কেজি ৮শ’ গ্রাম গাজা ৫৫০ বোতল ফেন্সিডিল ও ৪৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ মাসে বন্দর থানায় সর্বোচ্চ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে বন্দর ফাঁড়ির এস আই অজয় কুমার পাল। এ মাসে ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযানে ৭৭ জনকে আমরা আদালতে হাজির করতে সক্ষম হয়েছি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে ইতিমধ্যে বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে রাতের বেলায় পুলিশের টহল জোড়দার রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে বন্দরে কাজ করছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি বন্দরবাসীর সহযোগিতা কামনা করছি।