বিজয় বার্তা২৪ ডটকমঃ
ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য ভারত সরকারের ত্রাণ সহায়তা পৌঁছেছে । সকালে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমানের কাছে এ ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভারতের ত্রাণবাহী জাহাজ আইএনএস সুমিত্রা নোঙ্গর করে। প্যাকেটজাত খাবার, তাঁবু ও ওষুধ আইএনএস সুমিত্রা বাংলাদেশে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে আসে।
এ সময় ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা জানান,যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবিলায় ভারত সরকার বাংলাদেশের পাশে থাকবে।
আরো একটি ভারতীয় ত্রাণবাহী জাহাজ দুই একদিনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানানো হয়। এ সময় বাংলাদেশে ত্রাণ নিয়ে আসারপথে বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা ৩৩ জেলেকে হস্তান্তর করা হয়।