বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে নামাজরত অবস্থায় আব্দুল মজিদ মুন্সী (৭২) নামে মসজিদের ইমামকে কুপিয়ে খুন করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় এশার নামাজের সময় উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটি মসজিদের ভেতরে দূর্বৃত্তরা এ হত্যাকান্ডটি ঘটায়। নিহত আব্দুল মজিদ মুন্সী টাঙ্গাইল জেলার মাগুরপুর উপজেলার সদর এলাকার মৃত মোসলেম বেপারীর ছেলে।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এশার নামাজ পড়ছিলেন ইমাম আব্দুল মজিদ মুন্সী ও মুসল্লীরা। ওই সময়ে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের প্রবশে করে ধারালো দা ও চাপাতি দিয়ে আব্দুল মজিদ মুন্সীকে কুপিয়ে খুন করে। এসময় প্রতিবাদ করায় হাবিবুর মিয়া নামে অপর এক মুসল্লিকেও কুপিয়ে ক্ষতবিক্ষত করে তারা। বিষয়টি অন্য মুসুল্লীরা কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা হত্যাকান্ডটি ঘটিয়ে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল মজিদ মুন্সী মারা যান। তার গলায়, পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।