বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে এনভায়রনমেন্টাল ইমপেক্ট এসেসম্যান্ট (ইআইএ) এর আওতায় ‘৪র্থ শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরিবেশগত প্রভাব নিরূপন’ শীর্ষক মত বিনিময় সভা শনিবার সকাল ১১টায় নবীগঞ্জ’স্থ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশোনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাপানী সংস্থা ইউকিউএম কনসাল্টিং লিমিটেডের আয়োজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। সভায় অংশ নেন ইউকিউএমএস’র কনসালটেন্ট সংস্থার কনসালটেন্ট রফিউল করিম,এসিষ্ট্যান্ট কনসালটেন্ট নাজমুল হোসেন,ওয়াসিম উদ্দিন। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আঃ হামিদ,মোঃ মনির হোসেন,মোঃ সামসুজ্জামান,মোঃ সেরাজল,মোঃ ইদ্রিস আলী,মোঃ ডালিম,মোঃ মাজহারুল ইসলাম,মোঃ হাবিবুর রহমান,হাজী সাইদুল ইসলাম,মোঃ হাবিবুর রহমান,মোঃ জামান,মোঃ আলী আহাম্মেদ,কালুন মিয়া,আনোয়ার হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আফজাল হোসেন বলেন,চতুর্থ শীতলক্ষ্যা সেতু নির্মান নবীগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন। এখানে যারা নৌকা বেয়ে জিবিকা নির্বাহ করতেন তারা যাতে বেকার হয়ে না যান,আর খেয়াঘাট যদি অন্যত্র জায়গায় নেওয়া যায় তারও একটা পদক্ষেপের চেষ্ঠা করা হবে। যারা ছোট-খাট দোকান দিয়ে ব্যবসা করতেন তাদের যেন অনত্র পূর্ণবাসন হয় আর যেই লোকগুলো ক্ষতিগ্রস্ত হবেন তাদের এই ব্রিজের কাজে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। ব্রিজ হওয়ার স্বার্থে যদি একটি গাছ কর্তন করতে হয় তাহলে আরো ৫টা গাছ রুপন করারও সিদ্ধান্ত থাকবে। সর্বদিক পর্যালোচনা করে আপনাদের মতামতের ভিত্তিতেই এই ব্রিজ নির্মাণ হবে ইনশাআল্লাহ। নবীগঞ্জে ব্রিজ হলে এই এলাকার পরিবেশও পাল্টে যাবে। এই ব্রিজ যে নকশায় হবে তা আমি নেপাল দেশে দেখেছি। খুবই উন্নত ও ব্যয়বহুল ব্রিজ হবে। আমাদের ভাগ্য ভাল যে এই নবীগঞ্জে জাইকা ব্রিজ করার জন্য রাজি হয়েছে। প্রয়াত সাবেক সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানও এই ব্রীজ নিয়ে আপ্রান প্রচেষ্ঠা চালিয়েছিলেন। আলহাজ¦ নাসিম ওসমানের স্বপ্নের বাস্তবায়নই হবে এই শীতলক্ষ্যা সেতু।