বিজয় বার্তা২৪ ডটকমঃ
সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ঢুকেছে বোমা নিষ্ক্রিয়কারী দল। বাড়িটির অবস্থান নামা গেন্ডা এলাকায়।
ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট পৌঁছানোর পর আবার অভিযান শুরু হয়েছে। গতরাতে জঙ্গি আস্তা সন্দেহে ৬ তলা বাড়িটির দ্বিতীয় তলায় অভিযান চালায় আইনশৃংখলা বাহিনী।
উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। একই এলাকায় ৫ তলা একটি বাড়িতেও অভিযান চালায় আইনশৃংখলা বাহিনী। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।