বিজয় বার্তা ২৪ ডট কম
শহরের নিতাইগঞ্জ ট্রাকষ্টান্ড এলাকায় ট্রাক শ্রমিক নেতা হীরা মিয়া (৪৫) কে মাথা ফাটিয়ে দিয়েছে নলুয়াপাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে রাশেদ (৩৪) নামের এক চাঁদাবাজ। আর এই ঘটনার জেরে দীর্ঘ্য সময় নিতাইগঞ্জ এলাকায় চলে লোড আনলোড ধর্মঘট।
বুধবার (২৪শে মে) দুপুর আনুমানিক ১২টার সময় নিতাইগঞ্জ কাচারীগল্লি মোড় অটোষ্ট্যান্ড এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী চাঁদাবাজ রাশেদ তার সহযোগী নয়াপাড়া এলাকার নাজির মিয়ার ছেলে বিপ্লবসহ ৫/৬ জনের সন্ত্রাসী দল হঠাৎ ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও সাবেক নারায়ণগঞ্জ জেলা ট্রাক ড্রাইভার শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী সদস্য হীরা মিয়াকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। এ সময় ট্রান্সপোর্ট ভাড়া বাবদ গত ২২শে মে শাহ পরান ট্রেডার্স নিতাইগঞ্জ থেকে পাওয়া গাড়ি ভাড়ার নগদ ৫০ হাজার টাকা রাশেদ, বিপ্লবসহ সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায় বলে জানায় আহত হীরা মিয়া। ঘটনার সূত্রপাতে জানাযায়, নাসিক ১৮নং ওয়ার্ড শহীদ বাপ্পীচত্ত্বর এলাকায় নতুন রাস্তায় যদি কোন ট্রাক লোড আনলোড করতে যায় তবে রাশেদ ও বিপ্লব তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে অনৈতিক ভাবে ট্রাক প্রতি ২৫০ থেকে ৩০০টাকা করে চাঁদা আদায় করে। কোন প্রতিষ্ঠান হতে ইজারা না নিয়ে অনৈতিক ভাবে চাঁদা আদায়ে বাঁধা প্রদান করায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা হীরার সাথে গত ২৩শে মে রাতে নিতাইগঞ্জ পূবালী ব্যাংক এর সামনে আব্দুল মতিন মিয়ার চায়ের দোকানেও উভয়ের মাঝে কথা কাটাকাটি হয় এবং তখন চাঁদাবাজ রাশেদ উত্তেজিত হয়ে চায়ের দোকান ভাংচুর করে বলে জানায় চা দোকানদার আব্দুল মতিন মিয়া।
এ বিষয়ে নিতাইগঞ্জ ট্রাকষ্টান্ড এলাকায় ট্রাক শ্রমিকরা বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত লোড আনলোড সর্ম্পূণ বন্ধ করে দেয়। পরে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়ন এর সহ সভাপতি খোরশেদ আলম এবং সহ সম্পাদক ফিরোজ আলম বকুল এর আশ^াসে শ্রমিকারা ধর্মঘট প্রত্যাহার করে।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মাসুদুর রহমান মানিক বলেন, আমাদের ইউনিয়নের সংবিধান অনুযায়ী শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারনে এবং একজন শ্রমিকের গায়ে হাত তোলার কারনে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
ঘটনার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং অঘাত ৫/৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
সদর থানার এসআই মকবুল বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত চলছে এবং প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে আইনের আয়তায় এনে শাস্তিপ্রদান করার বিষয়ে সাংবাদিকদের জানায়। এ বিষয়ে নিতাইগঞ্জ এলাকায় আতংক বিরাজ করছে।