বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় রমজান আলী (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে সড়কের বরপা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, সকাল সাড়ে ৮টারদিকে সোনারগাঁও থানাধীন নাওড়াভিটা এলাকার একতা বেকারীর মালিক ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার কসবা থানাধীন নেয়ামতপুর এলাকার আব্দুস সালামের ছেলে রমজান আলী বেকারীর পণ্য সামগ্রী একটি ভ্যানে করে নিয়ে উপজেলার বরপা এলাকায় বিক্রি করতে আসে। এ সময় ঢাকা-সিলেট দিয়ে অন্যত্র যাবার সময় ফকির ফ্যাশানের একটি যাত্রীবাহী বাস( ঢাকা মেট্রো-জ- ১১-৫১৮) ভ্যানটিকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ব্যবসায়ী রমজান আলীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।