বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় পুর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী মোঃ দোলন এর উপর প্রতিপক্ষ শাহানাজ গং দেশীয় অস্ত্র্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম সহ সাথে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ৬ টায় দেওভোগ বাংলা বাজার এলাকায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে,প্রতিপক্ষ শাহানাজ স্থানীয় একটি ডাইং কারখানায় দারোয়ান হিসেবে কাজ করতো। গত কিছুদিন পুর্বে মালিক তাকে কাজ হতে বাদ দিয়ে দেন। এতে দোলনকে দোষারোপ করে প্রায়ই গালি গালাজ করা হতো। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় দোলন ডাইং সংলগ্ন তার সুমাইয়া এন্টারপ্রাইজ নামীয় দোকান খোলার সময় শাহানাজ পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কিছু সংখ্যক বহিরাগত সন্ত্রাসী সহ ১০/১২ জনের একটি দল নিয়ে হামলা চালিয়ে দোলনকে গুরুতর রক্তাক্ত জখম করে সাথে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আশ পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় দোলন বাদী হয়ে শাহানাজ(৫৫)কে প্রধান আসামী সহ ৭ জনকে এজাহারভুক্ত এবং ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।