চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপপরিচালক সোমবার সন্ধ্যায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি সহিদার রহমানের নেতৃত্বে দুপুর সাডে ১২টার দিকে জেলার সদর উপজেলার বড় ইন্দারা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ¯’ানে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অব¯’ানরত উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা কাশিয়াডাঙ্গা এলাকার মৃত আব্দুল হাই এর ছেলে ইয়াবা ব্যবসায়ী টিটু মেকার (৪১) কে তিন হাজার পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো সে স্টীলের টিফিন ক্যারিয়ারের মধ্যে অত্যন্ত সুকৌশলে রেখে বিক্রয়ের উদ্দ্যেশে শহরের বড় ইন্দারা মোড়ে সিঙ্গার শোরুমের পাশের গলিতে অব¯’ান করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ঢাকা সহ সারা দেশে ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রয় ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।