বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার পাগলা শাহী মহল্লা এলাকায় পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের জনক মো.শওকত হোসেন(৩৫) ঘরের সিলিং ফ্যানের সাথে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটেছে গতকাল সকাল ৭টা হতে সোয়া ৮টার মধ্যে যেকোন সময়।এ ব্যাপারে নিহত শওকতের বাবা হাজী মো. মোশাররফ হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এলাকা সূত্রে জানাযায়, ফতুল্লার কুতুবপুরের পাগলা শাহী মহল্লা এলাকায় দীর্ঘদিন যাবৎ জমি কিনে বাড়ি ঘর করে বসবাস করে আসছে হাজী মো. মোশাররফ হোসেন । তার ছেলে মো.শওকত হোসেন। সে গত ১২ বছর পূর্বে বিবাহ করেছে । বর্তমানে তার স্ত্রীসহ এক ছেলে এক মেয়ে রয়েছে।বিয়ের পর থেকেই শওকত তার বাবার হুকুম ছাড়া এক পা নড়ে না। এমনকি তার স্ত্রী সন্তান কেও কিছু দিতে হলে তার বাবার কাছে বলে দিতে হয়। নানা সমস্যার মুখে ছিলো শওকত। তার পারিপারিক ভাবে নানা যন্ত্রনা সহ্য করতে না পেরে সে গতকাল সকাল ৭টা হতে সোয়ার ৮ মধ্যে যেকোন সময় নিজ বাসার ৫ম তলা বিল্ডিংয়ের ৩য় তলায় নিজের বেড রুমে সিলিং ফ্যানের সাথে স্ত্রীর ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। তবে ঘটনাটি নিয়ে নানা সমালোচনার মুখে আছে শওকতের বাবা। স্থানীয় আওয়ামীলীগের নেতা আলা উদ্দিন হাওলাদারসহ অনেকে থানায় আসে হাজী মোশাররফ হোসেনের সাথে। পুলিশ ঘটনা স্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরন করেছে।নিহত শওকতের স্ত্রী মাকসুদা আক্তার কান্না ছাড়া সে কোন বক্তব্য দিতে পারেনি।