বিজয় বার্তা২৪ ডটকমঃ
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার লাখ লাখ ফলোয়ার। সেই আনুশকা নাকি গোপনে ফলো করেন বলিউড বাদশা শাহরুখ খানকে। সম্প্রতি ইনস্টাগ্রামে গোপনে তোলা শাহরুখ খানের ভ্যানিটি ভ্যানের ছবিটি পোস্ট দিয়েছেন আনুশকা। লিখেছেন..এই যে… আমি খুঁজে পেয়েছি এটা শাহরুখ খানের ভ্যান।
আনুশকার পোস্ট করা ছবিটি সাথে সাথেই দেখেছেন শাহরুখ। ভীষণ রাগ করে তিনি আনুশকার ছবির নিচে লিখেছেন…আমাকে গোপনে ফলো করার কারণে আমি তোমার নামে মামলা করবো। -একসাথে শাহরুখ খান ও আনুশকা শর্মা
অবশ্য শাহরুখ যে আনুশকার নামে মামলা করছেন না তা সবারই জানা। কারণ এসব কিছু ঘটেছে মজা করার জন্য।