নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরের এনায়েতনগর এলাকার আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ উদ্বোধণপূর্বক আলোচনাকালে এলাকাবাসী বলেন, মেয়র আইভী’র অবদান এনায়েতনগরবাসী কখনো পরিশোধ করতে পারবেনা। বন্দরের ইতিহাসে বিগত ৪৫ বছরে এত উন্নয়ন হয়নি যা মেয়র আইভী করেছেন। আমরা তার জন্য প্রাণভরে দোয়া করি যাতে আগামীতেও উন্নয়নের শিকড় গাড়তে এই পদে পূর্ণনির্বাচিত হন। প্রাইম ইন্টারন্যাশনালের অধীনে নির্মিতব্য ২৫শ’ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থ’র এ রাস্তা ও ড্রেন নির্মাণে ব্যায় ধরা হয়েছে কোটি ৮৭ লাখ টাকা।
জেলার বন্দরের এনায়েতনগর এলাকার আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ সোমবার হতে শুরু হয়েছে। সকাল ১০টায় নির্মাণাধীন ওই কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার।
এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইসমাঈল চৌধূরী,উপসহকারি প্রকৌশলী হাসানুল ইসলাম,বন্দর থানা ছাত্রলীগের উর্দ্ধতন সহ-সভাপতি শফিউল্লাহ মোহাম্মদ মিয়া বাবু,সমাজ সেবক নবী আউয়াল দেওয়ান,এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ অলি,সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান,মোঃ জমিরউদ্দিন,মোহাম্মদ আলী,২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন,আলহাজ্ব জাহাঙ্গীর আলম,আজিজুল হক মাষ্টার,আবুল বাশার,মোঃ ইদুল মিয়া,মনির হোসেন মোঃ দোলন,মোঃ সাগর,কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল,পনির ভূইয়া,মাহাবুব মিয়া, প্রমুখ। মোহাম্মদ শাহিনের সঞ্চালনায় এতে দোয়া পরিচালনা করেন এনায়েতনগর বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আমিনুল ইসলাম।