বিজয় বার্তা২৪ ডটকমঃ
ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ভোর থেকে র্যাব ও পুলিশ বাড়ি দুটি ঘিরে রাখে।
জানা গেছে, জঙ্গি আস্তানার খবর পেয়ে সোমবার গভীর রাতে বাড়ি দুটি ঘিরে ফেলে র্যাব-৬ এর সদস্যরা। বাড়ি দুটি মালিকের নাম সেলিম ও কান্ত বলে জানা গেছে। র্যাবের সঙ্গে বিপুল সংখ্যক পুলিশও সেখানে অবস্থান করছে। বাড়ির ভেতরে কেউ আছে কি না তা এখনো জানা যায়নি।
সকাল সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়ি দুটিতে অভিযান শুরু করেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হচ্ছে। সাংবাদিকদেরও আশপাশে ভিড়তে দেয়া হচ্ছে না।ঝিনাইদহ র্যাব-৬ কমান্ডার মেজর মনির আহমেদ বাড়ি ঘেরাওয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাড়ির ভেতর কেউ আছেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।