বিজয় বার্তা২৪ ডটকমঃ
ইরাকের সীমান্ত অঞ্চলে আইএস’কে লক্ষ্য করে চালানো মার্কিন জোটের বিমান হামলায় সিরিয়ার ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়।
রোববার রাক্কার কাছে জোটের হামলায় ১২ নারী নিহত হওয়ার পরপরই আরো ১১ জন নিহত হয়। পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আবদেল রাহমান জানান, মধ্যে রাতের কিছু পরে আক-ইয়ার্শি গ্রামে এ হামলা চালানো হয়।
যখন স্থানীয়রা গভীর ঘুমে ছিলেন। তবে এক ইমেলই বার্তায় এ অভিযোগ অস্বীকার করেছে মার্কিন জোট। তারা জানায় সোমবারে বিমান হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
আইএস এবং মার্কিন জোটের যুদ্ধের কারণে হাজার হাজার সিরীয় নাগরিক রাক্কা ছেড়ে পালিয়েছে। যারা অবস্থান করছে তারাই বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলার সম্মুখীন হচ্ছে।