বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ১১শ ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম রির্পোটার্স ক্লাবের সাংবাদিকদের জানান,গত ১৪মে রোববার)ফতুল্লা মডেল থানার এস আই নাহিদ আহম্মেদ ও এ এস আই কামরুল হাসান ও তার সংগীয় ফোর্স নিয়ে পাগলা মুন্সীখোলা এলাকায় বিশেস অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ১০০০(একহাজার)পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাসুম ওরফে মাসুদকে গ্রেপ্তার করেছে। সে দক্ষিন কেরানীগঞ্জ এলাকার ফজল মিয়ার ছেলে।
াপর দিকে, ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান-২ গত ১৪ মে রোববার রাতে ফতুল্লার সস্তাপুর কোতালেরবাগ এলাকায় মাদকের বিশেষ অভিযান চালায়। এ অভিযানে ১শ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিকক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো : ফতুল্লা কোতালেরবাগ এলাকার মোহর আলীর ছেলে ইনসান(২৮), আ. কাইয়ুমের ছেলে আ. রশিদ(২৪)।গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।