বিজয় বার্তা ২৪ ডট কম
মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেল ৩ টার দিকে ৫ নং সার ঘাট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ বাবুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি এস.এম. শামীম ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত মাষ্টার, বিশেষ অতিথি বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার মাষ্টার, মোঃ আব্দুল হালিম মাষ্টার, মোঃ হেমায়েত হোসেন ড্রাইভার , মোঃ মোমিন মাষ্টার, ওহিদুজ্জামান মাষ্টার, সিরাজুল মাওলা মাষ্টার, মোঃ সাইফুল ইসলাম কোয়ার্টার মাস্টার, জিকে রাসেল, মোঃ সাইফুল ইসলাম সহ অনেকেই।
এ সময় বক্তাগন বলেন, সারাদেশে নৌ শ্রমিকদের বেতন স্কেল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ গেজেটের মাধ্যমে । ১লা জুলাই ২০১৬ সালে হইতে যাহা ঘোষণা করার কথা ছিল জানুয়ারি ২০১৪ সাল হতে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে সরকার মালিকদের পক্ষ নিয়ে শ্রমিকদের দাবি উপেক্ষা করে মজুরি স্কেল ঘোষণা করেন । এবং তা মানতে বাধ্য করা হয় । কিন্তু দেশের স্বার্থে আমরা এই মজুরি স্কেল মানি না । তারা আরোও বলেন মালিকেরা সরকার কাছ থেকে মালের ভাড়া বৃদ্ধি করে নিচ্ছে । কিন্তু মালিকরা আমাদের মজুরি দিচ্ছে না । তারা শুধু আমাদের হয়রানি করছে । যদি আমাদের বেতন ঠিক মত না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। তার সকল দায়িত্ব মালিকদের কে বহন করতে হবে ।