বিজয় বার্তা২৪ ডটকমঃ
রাজশাহীর গোদাগাড়ীতে আত্মসমর্পণকারী নারী জঙ্গি সুমাইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. সাইফুল ইসলাম এ আবেদন মঞ্জুর করেন।
এরআগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আলতাফ হোসেন আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শনিবার সন্ধ্যায় আত্মসমর্পণকারী সুমাইয়া ও নিহত ৫ জঙ্গিসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়। গত বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীতে ‘অপারেশন সান ডেভিল’ চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
এসময় জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে ১ নারীসহ ৫ জঙ্গি নিহত হয়। অভিযানে একপর্যায়ে আত্মসমর্পন করে নারী জঙ্গি সুমাইয়া। আর বিশেষ কৌশলে উদ্ধার করা হয় দুই শিশুকে।