বিজয় বার্তা২৪ ডটকমঃ
বিশ্ব মা দিবস উপলক্ষে ১০ জন মাকে সম্মাননা দেয়া হলো।
রোববার বিকেলে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন একাত্তরে যুদ্ধের সময় মায়েদের বিশেষ অবদানের জন্যই দেশ স্বাধীন হয়েছিল।
অনুষ্ঠানে সাকেরা বেগম, রমা রায়, শ্যামলী নাসরিন চৌধুরী, স্নিগ্ধ চন্দ, বেগম রাশিদা চৌধুরী, শিরীন হায়াত, মোসাম্মৎ মন্নুজান খাতুন, রাণী হামিদ, নমিতা চৌধুরী ও মোসাম্মৎ জহুরা বেগমকে সম্মাননা দেয়া হয়।
সন্তানদের নিজ নিজ অবস্থান থেকে সমাজে বিশেষ অবদানের জন্য ‘গরবিনী মা’ সম্মাননা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।