নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার গুদামে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ইব্রাহিম নিট কম্পোজিট নামক তৈরি পোশাক কারখানর প্যাকেজিং এর গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টা খানেক চেষ্টা করে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহত হয়নি বলে ফায়ারসার্ভিসের কর্মীরা জানায়। এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে সংবাদ কর্মিরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে চাইলে কারখানাটির মালিক পক্ষের কিছু লোকজন তাদের সাথে দুর্ব্যবহার করে। এছাড়াও শিল্প পুলিশের দুই সদস্যের সাথেও তারা অসাদাচরণ করেছে বলে অভিযোগ করেন শিল্প পুলিশ-৪ এর উপপরিদর্শক (এসআই) হাফিজ। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
ফায়ার সার্ভিস নারায়নগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক দিন মনি শর্মা বলেন, গত দুই দিন কারখানার সকল কার্যক্রম বন্ধ ছিল। বন্ধ অবস্থায় অগ্নিকান্ডের ঘটনাটি রহস্য জনক। প্রাথমিক ভাবে ক্ষয় ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।
এ বিষয়ে কারখানাটির চেয়ারম্যান ইউসুফ এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।