বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নন্দিত জননেতা নারায়ণগঞ্জ -৫ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর শহরের খানপুরে বটতলা বন্ধু মহলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল হুদা, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ মহানগর আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান ভাষানি, আরো উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম হোসেন , এড.মো. শরীফ হোসেন, রাকিব সরদার, মাহালন্দিন মালু, শহর যুবলীগ নেতা মোঃ আসলাম, মোঃ লিটন, মোঃ জাহাঙ্গীর আলম সহ অনেকেই ।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন খাঁনপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ্ আল মামুন ।