বিজয় বার্তা২৪ ডটকমঃ
ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৪ বলে ৯২ রান দেয়ার পর চারদিকে আলোচনা ঝড় বাইয়ে যায়.বিসিবি ঘটনাটির তদন্ত করে জড়িতদের শাস্তির আশ্বাস দেয়।
কেবল দুই খেলোয়াড়ই নয়, যে দুই ক্লাবের ম্যাচ চলাকালীন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই দুই ক্লাব লালমাটিয়া ও ফেয়ার ফাইটার্সকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি।পুরো ঘটনা তদন্ত করে বোর্ড সভাপতির কাছে রিপোর্ট জমা দেন বিসিবি পরিচালক ও বোর্ডের বিশেষ তদন্ত কমিটির অন্যতম সদস্য জালাল ইউনুস।
আজ তদন্ত শেষে ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন লালমাটিয়া ক্রিকেট ক্লাবের ওপেনিং বোলার সুজন মাহমুদ এবং ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের তাসনিম হাসান।
সেদিন আগে ব্যাট করে ১৪ ওভারে ৮৮ রান সংগ্রহ করে লালমাটিয়া। দলটির অভিযোগ, টস করার সময় তাদের অধিনায়ককে কয়েন দেখানো হয়নি।
পরে লালমাটিয়ার ওপেনিং বোলার সুজন মাহমুদ ইচ্ছা করে বাজে বলে করেন। ২০টি ডেলিভারির মধ্যে মাত্র চারটি বৈধ বল করেন তিনি। তার ওই ওভারের জিতে যায় প্রতিপক্ষ।