বিজয় বার্তা২৪ ডটকমঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময় জেলার গোমস্তাপুরে ঝড়ের তাণ্ডবে গাছ চাপা পড়ে এক পথচারীরর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টার মধ্যে এ ঘটনা ঘটে।ঝড়েপাকা বোরো ধান ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ায় শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ফসল।
স্থানীয়রা জানান, ঝড় শুরু হলে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের রুপচান আলীর স্ত্রী ছবি বেগম ও বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রশিদের স্ত্রী মাসুমা বেগম পাশের বাগানে আম কুড়াতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিুল ইসলাম হাবিব। অপরদিকে, সন্ধ্যায় ঝড় বৃষ্টির সময় রাস্তা পার হতে গিয়ে গাছ চাপায় আশরাফুল হক নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আশরাফুল একই উপজেলার নিমতলা কাঠাল বাগান এলাকার মৃত্য মোজাফ্ফর আলীর ছেলে।